সাভারে নেশার টাকা না পেয়ে বাবা-মাকে কুপিয়ে জখম

‎Sunday, ‎May ‎03, ‎20150  1:51:24 PM

আসাদুজ্জামান সরকার :

ঢাকার সাভারে কলমা এলাকার ডালেরপাড় গ্রামে শনিবার নেশার টাকা না পেয়ে নিজের বাবা-মাকে কুপিয়ে জখম করেছে সোহেল মিয়া (৩০) নামে এক মাদকাসক্ত ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা নান্নু মিয়া এবং মা মাহফুজা বেগম।

জানা গেছে, কয়েকদিন ধরে বাবা-মায়ের কাছে নেশা করার জন্য কয়েক হাজার টাকা চায় সোহেল। শনিবার সকালে আবারও টাকা চাইলে তারা টাকা দিতে অস্বীকৃতি জানায়। এ সময় ধারালো বটি দিয়ে বাবা-মাকে কুপিয়ে গুরুতর জখম করে সোহেল। এ ঘটনার পর প্রতিবেশিরা ধাওয়া দিলে পালিয়ে যায় সোহেল। পরে স্থানীয়রা নান্নু মিয়া ও মাহফুজা বেগমকে আহত অবস্থায় উদ্ধার করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করেন।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে সোহেল পলাতক রয়েছে।

এমআরআর/এএস/2015

নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে ক্লিক করে লাইক দিন :

https://www.facebook.com/chandpurtimesonline/likes

 

Share