Wednesday, May 06, 2015 01:32:49 PM
আসাদুজ্জামান সরকার, সাভার থেকে :
সাভারে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ ৬০০ ফুট গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও পাইপ জব্ধ করা হয়েছে।
সাভার পৌর নামাগেন্ডা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এর পূর্বেও কয়েক দফায় অভিযানে প্রায় ৩ হাজার ফুট গ্যাস পাইপ জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাভারের নামা গেন্ডা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়েছে এমন সংবাদের ভিত্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাটির নিচ দিয়ে টানা ৬০০ ফিট গ্যাসের পাইপ উদ্ধার করা হয়। পরে পাইপগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
চাঁদপুর টাইমস : এমআরআর/2015
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন :
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur