কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খানের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় কুমিল্লা আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে তাঁর দ্বিতীয় জানাজা নামাজ।
জানাজার নামাজে অংশগ্রহণ করেন কুমিল্লা জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, কুমিল্লা জেলা পিপি জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি আহছানুল্লাহ খন্দকার, সাধারণ সম্পাদক আবু তাহেরসহ কুমিল্লা আদালতের বিচারক, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গতাকাল বুধবার (৩১ জানুয়ারি) ভোর ৫টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন এডভোকেট আবুল হাশেম খান।
আবুল হাসেম খান ২০২১ সালের ১৪ এপ্রিল সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুর পর এই আসনটিতে উপনির্বাচনে তাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। একই বছরের ১৪ জুলাইয়ের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন তিনি আবুল হাসেম খান।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ০১ ফেব্রুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur