Home / চাঁদপুর / সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর সহধর্মিণীর ইন্তেকাল : আজ চাঁদপুরে জানাযা
সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর সহধর্মিণীর ইন্তেকাল

সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর সহধর্মিণীর ইন্তেকাল : আজ চাঁদপুরে জানাযা

স্টাফ করেসপন্ডেন্ট:
সাবেক প্রধানমন্ত্রী বর্ষিয়ান জাতীয় নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক চাঁদপুরের কৃতি সন্তান মিজানুর রহমান চৌধুরীর সহধর্মিণী সাজেদা মিজান আর বেঁচে নেই।

তিনি গত বুধবার দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে..রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ৪ মেয়ে ৩ ছেলে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনি, অগণিত আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ ২ অক্টোবর শুক্রবার বাদজুমা গুলশান আজাদ মসজিদে মরহুমার প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ হিমাগারে রাখা হবে। মরহুমার ২ মেয়ে ও ১ ছেলে আমেরিকা ও কানাডা প্রবাসী। তারা দেশে আসলে আজ শনিবার (৩ অক্টোবর) মরদেহ চাঁদপুরে নিয়ে আসার কথা রয়েছে।

বাদআছর পুরাণবাজার নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমা সাজেদা মিজান চৌধুরীর দ্বিতীয় নামাজের জানাযা অনুষ্ঠিত হবে।

পরে চৌধুরী বাড়ি পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে। মরহুমার নামাজে জানাযা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত থেকে তার আত্মার মাগফেরাতের জন্য সকলের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেছেন ছেলে আমান উল্লা মিজান রাজু চৌধুরী।