বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় সাবেক ছাত্রনেতা নাজমুল দেওয়ানের উদ্যোগে দোয়া ও ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৮ মার্চ বাদ আছর চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড মধ্যে ইছলী পাকা জামে মসজিদ সংলগ্ন দোয়া ও ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়।
ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক এইচ এম ইসমাইল পাটওয়ারী, ১১ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন বেপারী, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক বারেক ভূঁইয়া, ১১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রুবেল বেপারী, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক রাকিব মাহামুদ পরশ, পৌর ছাত্রদলের প্রচার সম্পাদক ফরহাদুল ইসলাম মুন্না, ক্রিয়া সম্পাদক আল আমিন ভূঁইয়া, ছাত্রনেতা মেহেদী হাসান (কাঁঠাল), বিশিষ্ট ব্যবসায়ী রাসেল গাজী, নাছির উদ্দিন খান, মোঃ শাহাদাৎ দেওয়ান, মোঃ সুমন খান।
এ সময় বক্তারা বলেন, সহমর্মিতা ও সংযমের মাস রমজানের শুরু থেকে ছাত্রদল নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে রয়েছেন। এই আয়োজনের মূল উদ্দেশ্য সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে সম্প্রীতি ও ভালোবাসা ভাগ করে নেওয়া।
আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মুক্তিযুদ্ধে সকল শহীদ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফেরাত কামনা করছি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে জনকল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
অনুষ্ঠানে ১১ নং ওয়ার্ডের বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রোজাদার অংশগ্রহণ করেন।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ২৮ মার্চ ২০২৫