সাবেক ছাত্রনেতাদের নেতৃত্ব দেশের রাজনৈতিক ইতিহাস রয়েছে: মোস্তফা খান সফরী

ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের নিয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২০ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মিলনায়তনে বিকেলে উক্ত হলের জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নেতাদের মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য ও সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক আবাসিক ছাত্রনেতা মোস্তফা খান সফরী।
এ সময় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হলের প্রভোষ্ট প্রফেসর আবদুল্লাহ আল মামুন, উক্ত হলের সাবেক জিএস মনজুর এলাহী,আক্তারুজ্জামান, অ্যাডঃ
আশরাফুল ইসলাৃ আশু,মনিরুল ইসলাম সোহাগ, জাতীয়তাবাদী ছাত্র দল সলিমুল্লাহ মুসলিম হল শাখার সভাপতি নাসিরউদ্দিন শাওন, ছাত্রদল নেতা রাজু আহমেদ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের কৃতি সন্তান, বিএনপি কেন্দ্রীয় নেতা মোস্তফা খান সফরী বলেন, সলিমুল্লাহ মুসলিম এমন একটি হল যেখান থেকে বাংলাদেশের একাধিক রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী ,প্রফেসর, বিজ্ঞানীদের জন্ম নিয়েছে। এই হলের ছাত্র হিসেবে আমি গর্বিত।

তিনি বলেন, আজ থেকে ৩০ বছর আগে এই হলে ছাত্রদলের নেতৃত্ব দিয়েছি আমি। এই নেতৃত্ব থেকে আমি কেন্দ্রীয় পর্যায়ে ছাত্র জীবনে নেতৃত্ব দিয়ে আজ বিএনপির জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছি। তাই আমি মনে করি এই হলের নেতৃত্ব দেওয়া টা ছিলো আমার সৌভাগ্যের বিষয়।

এসময় তিনি আরো বলেন, এই সলিমুল্লাহ মুসলিম হলটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি ঐতিহাসিক ও ঐতিহ্যের হল। রাজনৈতিক ইতিহাসে সলিমুল্লাহ মুসলিম হলের ইতিহাস রয়েছে। এই হলের আবাসিক ছাত্র ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই আমার জানামতে বর্তমানে দেশের রাজনীতিতে এই হলের সাবেক নেতাদের নেতৃত্বে দেশ চলছে।

প্রিয় সলিমুল্লাহ হল আমাকে অনেক কিছু শিখিয়েছিলো।আশা করি,আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে এই সলিমুল্লাহ হলের ছাত্ররাই।

নিজস্ব প্রতিবেদক, ২০ মার্চ ২০২৫

Share