সাবেক এমপি রাশেদা বেগম হীরার স্বামী রফিকুল ইসলামের ইন্তেকাল

চাঁদপুরের কৃতি সন্তান বিএনপির সাবেক দু-বারের মহিলা এমপি বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও উপদেষ্টা আলহাজ্ব রাশেদা বেগম হীরার স্বামী খাদ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক মো: রফিকুল ইসলাম মজুমদার ইন্তেকাল (ইন্না…রাজিউন) করেছেন।

৭ সেপ্টেম্বর দিবাগত রাত ২টা ২৫ মিনিটে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৭৬বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী সাবেক এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরা, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

৮ সেপ্টেম্বর (সোমবার) সকালে মরহুমের প্রথম জানাজা নামাজ ঢাকায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযার নামাজ লাকসাম নাথের পেটুয়া মরহুমের গ্রামের বাড়ীতে অনুষ্ঠিত হয়। দু-দফা জানাজা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানা যায়, সাবেক এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরার স্বামী মো: রফিকুল ইসলাম মজুমদার দীর্ঘদিন কিডনি, ডায়াবেটিকসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। তিনি ঢাকা পুপুলার হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক ব্রামরুনগাড হাসপাতালে নেওয়া হয়।

চাঁদপুর জেলা বিএনপির শোক:
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্ল্যাহ সেলিম।

এছাড়াও আরো শোক জনান, বাংলাদেশ সুপ্রীম কোর্টের (আপিল বিভাগের) জাতীয়তাবাদী আইনজীবি এডভোকেট মো: আমিনুল ইসলাম, সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট সুফিয়া আক্তার হেলেন, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর সদর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক,বগুড়া ফাইভ স্টার হোটেল মম ইন এর ম্যানেজার রুবেল রুশদীসহ স্থানীয় বিএনপি,যুবদল,ছাত্রদল, মহিলাদলের নেতৃ্বৃন্দ।

স্টাফ রির্পোটার/ ৮ সেপ্টেম্বর ২০২৫