মতলব দক্ষিণে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: লিয়াকত হোসেন প্রধানের বিরুদ্ধে প্রবাসীর কাছ থেকে সালিশের নাম করে টাকা নেয়ার অভিযোগ উঠেছে।

উক্ত ইউনিয়নের দক্ষিণ ডিঙ্গাভাংগা গ্রামের সদ্য প্রবাস ফেরত মো: মাহবুব জানান, গত রোজার শেষের দিকে দেশে আসি। কিছু দিন আগে পাশের ইউনিয়ন ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের পিংড়া গ্রামের তপাদার বাড়িতে বিয়ে করি। বিয়ের এক সপ্তাহ যেতে না যেতে স্ত্রীর সাথে বনি বনা না হতে থাকলে দেন দরবার শুরু হয়।

এরই এক পর্যায়ে আমাদেরই এলাকার সাবেক চেয়ারম্যান মো:লিয়াকত হোসেন প্রধান আমাদের ঘটনা মিল মিশ করে দেবে বলে আমার পিতার কাছ থেকে দুই ভাগে ৪৫ হাজার টাকা নেয়। কিন্তু তিনি এ ঘটনারতো কোন সমাধান দেনই নি উপরন্তু থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছে। পরবর্তী আমাদের বর্তমান চেয়ারম্যান শহিদ মামা ও পাশের ইউনিয়নের চেয়ারম্যান মিলে তার সুষ্ঠ সমাধান করে দিয়েছে। আমি এখনো পর্যন্ত আমার সেই টাকা ফেরত পাইনি।

এদিকে এলাকাবাসী জানায়,সাবেক চেয়ারম্যান ও মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো: লিয়াকত হোসেন প্রধান এলাকায় দেন দরবার করেন এবং টাকা পয়সার নিয়ে থাকেন। এছাড়া তিনি করোনাকালীন সময়ে যুবলীগের কেন্দ্রীয় নেতা ইসফাকের দেয়া ত্রাণ এলাকার এক মেজরের বাড়িতে লুকিয়ে রেখে ছিলেন যা পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইন-চার্জ উদ্ধার করেন।

এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান মো:লিয়াকত হোসেন প্রধান বলেন, এ ঘটনায় অনেক বড় দরবার হয়েছে। আর দরবার হলে কিছুতো লাগেই।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৪ জুলাই ২০২১

Share