Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / সাবেক ইউপি চেয়ারম্যান বশির পাটওয়ারীর ইন্তেকাল
Motlob Dokkhin
প্রতীকী

সাবেক ইউপি চেয়ারম্যান বশির পাটওয়ারীর ইন্তেকাল

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পিংড়া হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বশির উদ্দিন পাটওয়ারী ইন্তেকাল করেছেন (ইন্না….রাজেউন)।

শুক্রবার দুপুরে চাঁদপুর দি-ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বশির উদ্দিন দীর্ঘদিন শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শনিবার সকাল ৯টায় হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

শোক প্রকাশ :
বশির পাটওয়ারী দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক মো. জাকির হোসেনের বোনের শ্বশুর। এক শোক বার্তায় সম্পাদক মো. জাকির হোসেন মরহুম বশির পাটওয়ারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সময় ১০:১০ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৭, শুক্রবার
ডিএইচ