ই, হক কোচিং সেন্টার চাঁদপুর জেলা শাখার আয়োজনে জেএসসি পরীক্ষার্থীদের জন্য আলোচনা সভা শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের মুন্সেফ পাড়ার শ্রবণী ভিলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কিতাব উদ্দিন জামে মসজিদের খতিব মাও. মো. তাজুল ইসলাম।
ই, হক কোচিং সেন্টারের শিক্ষক আর এইচ বিন্দুর পরিচালনায় দোয়া শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ই, হক কোচিং সেন্টার চাঁদপুর শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ডিকে মৃণাল, পরিচালক ডিকে ¤্রদিুল।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সারওয়ার মোর্শেদ, সানজিদা নাসরিন, সোহেল হোসেন, রহিমা আক্তার, ফাতেমা আক্তার, শারমিন আক্তার, সালমা আক্তার।
এদিকে ই, হক কোচিং সেন্টার উদ্যেগে জেএসসি পরীক্ষার্থীদের জন্য ৩৬শ’ নাম্বারের মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হয়। এতে মোট ৪০ জন জেএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
এতে প্রথম স্থান অধিকার করে ইমরান হোসেন, দ্বিতীয় স্থান মেহরাজ হোসেন ও তৃতীয় স্থান অধিকার করে সামান্তা দিদার।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/05/Shariful-Islam.jpg” ]প্রতিবেদক- শরীফুল ইসলাম [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur