বানের জলে ভেসে আসা বুনো হাতি ‘বঙ্গ বাহাদুরের’ লাথিতে আজ সোমবার গাজীপুরের সাফারি পার্কের হাতির রক্ষণাবেক্ষণে নিয়োজিত এক কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
ঢাকার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, হাতির পায়ে শিকল পরানোর জন্য গাজীপুর সাফারি পার্কের কর্মী আবু তাহেরকে আনা হয়।
আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি শিকল পরাতে গেলে হাতিটি তাঁকে সজোরে লাথি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান।
ভারতের আসাম রাজ্য থেকে বন্যার পানিতে ভেসে হাতিটি গত ২৮ জুন এ দেশে আসে। ব্রহ্মপুত্র নদ বেয়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে প্রবেশ করে।
এরপর বগুড়ার সারিয়াকান্দি হয়ে যমুনা নদীর পানিতে ভেসে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের দুর্গম ছিন্নারচরে ১১ দিন অবস্থান করে। গত ২৭ জুলাই হাতিটি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যায়।
নিউজ ডেস্ক ।।আপডটে, বাংলাদশে সময় ৬:৩৪ পিএম,১৪ আগস্ট ২০১৬ রোববার
এইউ
এই সংক্রান্ত আগের নিউজটি দেখুন..
বঙ্গ বাহাদুরক নেয়া হবে বঙ্গবন্ধু সাফারি পার্কে
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur