Home / চাঁদপুর / সাপ্তাহিক দিবাচিত্রের প্রতিষ্ঠাবার্ষিকী ও জীবনদ্বীপের কম্বল বিতরণ
সাপ্তাহিক

সাপ্তাহিক দিবাচিত্রের প্রতিষ্ঠাবার্ষিকী ও জীবনদ্বীপের কম্বল বিতরণ

বর্নাঢ্য আয়োজনের মধ্যেদিয়ে সাপ্তাহিক দিবাচিত্র পত্রিকার ২৫ তম প্রতিষ্টাবার্ষিকী এবং সেবামূলক সংস্থা জীবনদ্বীপের পক্ষ থেকে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২১ জানুয়ারি রোববার সন্ধ্যায় চাঁদপুর শহরের ফিডার রোডস্থ জীবনদীপের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।

তিনি বলেন, সেবামূলক কাজের মধ্যে দিয়ে জীবনদীপ অনেক দুর এগিয়ে যাবে। এমন একটা সময় ছিল মানুষ তার প্রয়োজনে এক ব্যাগ রক্ত সংগ্রহ করতে গিয়ে অনেকটা ছোটাছুটি করতে হতো। অনেকে ভয়ে রক্ত দিতে অনীহা প্রকাশ করতেন। কিন্তু মানুষ জানতেন না রক্ত দেওয়া কতটা ভালো কাজ। এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষ রোগীর জীবন বাঁচিয়ে দিতে পারে। স্বেচ্ছায় রক্তদানসহ অনেক সেবামূলক কাজের মানষিকতা নিয়ে এগিয়ে এসেছেন মানবদরদী অ্যাডঃ বিনয়ভূষন মজুমদার। আমরা তার এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই।

তিনি সমাজের সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা যে যেভাবে পারেন সমাজ উন্নয়নে ভালো কাজে এগিয়ে আসবেন। এই দেশটা আমাদের সকলের, দেশের জন্য, সমাজের জন্য সকলকেই কাজ করতে হবে। তিনি আত্মমানবতা সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং জীবনদীপের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বশির আহমেদ বলেন, আজকে সাপ্তাহিক দিবিচিত্র পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনে পত্রিকাটির সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই।

সাপ্তাহিক দিবিচিত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং জীবনদীপের প্রতিষ্টাতা অ্যাড. বিনয়ভূষন মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার নির্বাহী কমিশনার নিগার সুলতানা, বীর মুক্তিযোদ্ধা আ্যাড. মনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা,চাঁদপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ স্বরুপ ব্রহ্মচারী, বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ খান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলসহ সুধীজন।

সাপ্তাহিক দিবাচিত্রের প্রধান সম্পাদক এমরান হোসেন রাজন এবং জীবনদীপের পরিচালক মৃদুল কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল চন্দ্র গোস্বামী, শব্দসৈনিক মুক্তিযোদ্ধা কৃষ্ণা সাহা, সাংবাদিক বিমল চৌধিরী, নাট্যকার ও সংগঠক মানিক পোদ্দার, সাংস্কৃতিককর্মী লিলা মজুমদার, ডেন্টাল চিকিৎসক পিয়ম মজুমদার, অ্যাড. সালমা আক্তার, অ্যাড. ফারহানা সেলিনা রিয়া, জীবনদ্বীপের উপদেষ্টা মামুনুর রশিদ খান রায়হান, মহসিন রাফি, তাপস আইস, মেধা, কাবিশা ও কাকলি দাসসহ সুধিজন।

সবশেষ অ্যাড. বিনয়ভূষন মজুমদারের একমাত্র ছেলে ভারতের দিল্লীতে অধ্যায়নরত জীবনদীপের উপদেষ্টা বৈভব মজুমদার দিব্যর জন্মদিন পালন করা হয়। আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ দিবাচিত্রের প্রতিষ্টাবার্ষিকী এবং বৈভব মজুমদার দিব্যর জন্মদিন উপলক্ষে কেক কাটেন।

স্টাফ করেসপন্ডেট, ২১ জানুয়ারি ২০২৪