চাঁদপুর

কচুয়ায় ব্রাক অফিসে ২৫টি বিষধর সাপ নিধন

চাঁদপুরে কচুয়ায় পৌর এলাকার রসুলপুরে ব্রাক উপজেলা শাখা কার্যালয়ের সেফটি টাঙ্কি থেকে ছোট-মাঝারি আকারের ২৫টি বিষধর (গোখরা) সাপ নিধণ করেছে স্থানীয় জনতা।

শনিবার (২১ অক্টোবর) ব্রাক অফিসের টাঙ্কির আশ-পাশে সাপের আনাগোনা দেখতে পেয়ে আজ সোমবার (২২ অক্টোবর) টাঙ্কি মেরামতের উদ্যোগ নেয়া হয়।

মেরামতের কাজে নিয়োজিত শ্রমিক সবুজ ও ফখরুল ইসলাম বলেন, সকালে টাঙ্কি ভাঙ্গার কাজ শুরু করলে হঠাৎ একটি সাপ আমাদের দিকে তেরে আসে। এসময় তারা ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে এক এক করে ডেলিভারি পাইপ এর ভিতর থেকে ২৫টি সাপ নিধন করে এবং ২০ টি ডিম বিনষ্ট করে।’

ব্রাক কচুয়া শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুলাহ হেল বাখির বলেন, ‘গত কিছুদিন যাবৎ আমাদের কার্যালয়ের আশপাশে সাপের আনাগোনা টের পেয়ে উধ্বতন কর্তপক্ষকে বিষয়টি অবগত করি এবং এ এঘটনায় কার্যালয়ের সকল কর্মকর্তাবৃন্দ আতঙ্ককিত হয়ে পড়লে সকলের সিদ্ধান্ত মোতাবেক সেফটি টাঙ্কি ভাঙ্গার উদ্যোগ নেয়া হয়। তবে বড় সাপটি উদ্ধার না হওয়ায় এখনো আতঙ্ক বিরাজ করছে।’

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
২২ অক্টোবর,২০১৮

Share