রুপোলি পর্দার চরিত্রে তাঁর ইমেজ যেমনই হোক না কেন, তিনি যে আদ্যন্তে পারিবারিক ঘরোয়া একজন মানুষ, তা নিয়ে কোনও সন্দেহ নেই৷
বলিউড পাড়ার অন্য নায়িকারা যখন নিজেদের সম্পর্ক নিয়ে রাখঢাকে মত্ত, তখন নিজের পরিবার, স্বামী নিয়ে কোনও লুকোছাপা করেননি ইনি৷ সেই সানিই জানাচ্ছেন, এবার মা হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছেন তিনি৷ ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
অনেক আগে থেকেই বিষয়টি নিয়ে ভাবছিলেন সানি লিওন এবং তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। কিন্তু কাজের ব্যস্ততার কারণে হয়ে উঠছিল না। এখন কিছুটা অবসর পেয়ে আর দেরি করতে চান না তারা।
বিষয় নিয়ে তার শ্বাশুড়ি তাকে চাপ দিচ্ছেন বলে জানিয়েছেন সানি লিওন।
তিনি বলেন, ‘আমি এবং ড্যানিয়েল দুজনেই সন্তান নিতে চাচ্ছি। আমরা সেজন্য উপযুক্ত সময় খুঁজছি। এ নিয়ে গত সপ্তাহে আমার শ্বাশুরি অভিযোগও করেছেন। তিনি নাতি-নাতনির মুখ দেখতে চান কিন্তু আমরা নাকি বেশি দেরি করছি।’
দীর্ঘ দাম্পত্য জীবনের রহস্য জানিয়ে তিনি বলেন, ‘ড্যানিয়েল আমার খুব ভালো বন্ধু। আমরা ভালো এবং খারাপ দুই সময়েই একে অন্যের সঙ্গে থাকি। যে কোনো সমস্যা নিয়ে আমি তার সঙ্গে পরামর্শ করতে পারি। সে সব সময় আমার জন্য রয়েছে।’
এ অভিনেত্রী আরো বলেন, ‘আমি মনে করি একজন অভিনয় শিল্পী জীবনে যা চান তার সবই আমি পেয়েছি। এখন পর্যন্ত যে কাজ করেছি এবং যে কাজ করিনি সব বিষয়েই আমার স্বামী ড্যানিয়েল খেয়াল রেখেছে।’
পর্ন দুনিয়া থেকে বলিউডের হিন্দি ছবির দুনিয়ায় এসে নিজের জায়গা লড়াই করেই প্রতিষ্ঠা করেছেন৷ আইটেম সং, সাহসী দৃশ্য, শরীর প্রদর্শনের মধ্যেই নিজেকে আটকে রাখেননি শুধু, অভিনেতা হিসেবেও নিজের জায়গা পাকা করেছেন বলা যায়৷
যদিও বলিপাড়ায় তার বিরুদ্ধে বিদ্বেষ যে পুরোপুরি কেটেছে তা বলা যায় না, কিন্তু ‘সহিষ্ণু’ সানি এই পরিস্থিতিকেও সার্থকভাবেই দেখেছেন৷ আর তাই এই পরিস্থিতিতে মা হওয়ার জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত করছেন তিনি৷
তার পরিবারও চাইছে এবার মা হন সানি৷ স্বামী ড্যানিয়েল ওয়েবারের মা-ও নাতির মুখ দেখার আবদার করেছেন সানির কাছে৷ আর তাই সব মিলিয়ে ঘরে নতুন অতিথিকে স্বাগত জানাতে তৈরি সানি ও ড্যানিয়েল৷
নিউজ ডেস্ক || আপডেট: ০৫:৫২ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৫, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur