Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে সানসাইট ভেঙ্গে স্কুল শিক্ষিকার মৃত্যু : মেয়ে আহত
মতলবে সানসাইট ভেঙ্গে স্কুল শিক্ষিকার মৃত্যু : মেয়ে আহত

মতলবে সানসাইট ভেঙ্গে স্কুল শিক্ষিকার মৃত্যু : মেয়ে আহত

মতলব উত্তর উপজেলায় দরজার সানসাইট ভেঙ্গে পড়ে শায়লা পারভিন (৪৪) নামের স্কুল শিক্ষিকার করুন মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ১২ টায় ওই উপজেলার ছোট হোলদিয়া গ্রামের খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষিকা ওই বাড়ির শামসুদ্দিন খানের স্ত্রী। এই ঘটনায় তার মেয়ে ফারিয়া তাহসীন (১৪) গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

নিহতের স্বমী শামসুদ্দিন খান জানানয়, তার স্ত্রী নারায়নগঞ্জ জেলার ধর্মগঞ্জ সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে চাকরি করতেন। ঈদের ছুটিতে তারা স্বপরিবারে বৃহস্পতিবারে চাঁদপুরের মতলবে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে ঘরে থাকা কাঁথা বালিশ ভিজা থাকায় সেগুলো ছাদের ওপর রোদে শুকানোর জন্য তিনি বাসার দরজার উপরে থাকা সানসাইটে ওঠেন। ওইসময় তার স্ত্রী এবং কন্যা নিচে দাঁড়িয়ে ছিলেন। কাঁথা বালিশ রোদে দেয়ার সময় অনাকাঙ্খিত ভাবে হঠাৎ করে সানসাইট ভেঙ্গে তাদের গায়ের ওপর পড়লে মা মেয়ে দু’জনেই গুরুতরভাবে আহত হয়।

পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক বিপ্লব দাস শায়লা পারভিনকে মৃত ঘোষণা করেন।

এদিকে মেয়ে ফারিয়া রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হলে তাকে চিকিৎসা সেবা দিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়।

প্রতিবেদক : কবির হোসেন মিজি /strong>
: আপডেট, বাংলাদেশ ০৮ : ৫৭ পিএম, ১ সেপ্টম্বর ২০১৭, শুক্রবার
এইউ

Leave a Reply