হাজীগঞ্জ

সাদ্রা সমাজকল্যাণ পরিষদের আত্মপ্রকাশ

হাজীগঞ্জের ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়নের সাদ্রা সমাজকল্যাণ পরিষদের আনুষ্ঠানিক উদ্বোধন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৯ ডিসেম্বর বুধবার বিকালে সাদ্রা চৌরাস্তায় কম্বল বিতরণের মধ্যদিয়ে স্বেচ্ছাসেবী এ সংগঠনের পথচলা শুরু হয়।

অনুষ্ঠানে একুশে টেলিভিশন এর কর্মরত সাংবাদিক ইবনে নূর শাওনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম।

অধ্যক্ষ সামসুদ্দিন পাটোওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সাদ্রা দরবার শরীফের পীর মো. আরিফ চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি মসিউর রহমান, সমাজসেবক মুছা কলিমউল্ল্যা, সাবেক ইউপি সদস্য আহসান উল্ল্যা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাও. আবু বক্কর, মাও. জাকারিয়া আল মাদানি, প্রবীণ আওয়ামী লীগ নেতা আবু বেপারী, ব্যবসায়ী আবু জাফর, সংঘঠনের সভাপতি আরমান হোসেন ও সাধারন সম্পাদক তানভীর আহমেদ প্রমুখ।

নতুন এ সংগঠনের আনুষ্ঠানিক পথচলার সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত রাখা হয়। এ সময় দলমত নির্বিশেষে এলাকার সর্বসাধারণগন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, ৯ ডিসেম্বর

Share