বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস আজ। এ বছরের প্রতিপাদ্য বিষয় হলো : দৃস্টিজয়ে ব্যবহার করি প্রযুক্তি নির্ভর সাদা ছড়ি ।’ সাদা ছড়ি বহনকারী দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করার উদ্দেশ্যে সচেতনতা গড়ে তুলতে প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি দিবস পালিত হয়।
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এ দিবসটি পালিত হচ্ছে। দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিয়ে কাজ করা বিশ্বের বিভিন্ন সংস্থা এবং সংগঠনগুলো নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দিবসটি পালন করে থাকে।
লায়নস ইন্টারন্যাশনালের হিসেবে বিশ্বে ২৮ কোটি ৫০ লাখ মানুষ পুরোপুরি ও আংশিকভাবে চোখে দেখে না। এসব দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ চলাচলের জন্য হাতে সাদাছড়ি ব্যবহার করে থাকে,যাতে যারা চোখে দেখে তারা যাতে তাদের চলাচলে সহযোগিতা করে।
নিরাপদে সড়কে ও অন্যান্য স্থানে চলাচলের সুযোগ করে দেয়ার প্রতীক হিসেবে সাদাছড়ির ব্যবহার হয়ে থাকে। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রে প্রথম দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এ দিবসটি পালন শুরু হয়।
১৫ অক্টোবর ২০২২
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur