বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ডেনিম প্রসেসিং প্ল্যান্টের নামের কুমিল্লার একটি পোশাক কারখানার শ্রমিকরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বেলাশ^র এলাকায় এ অবরোধ করে শ্রমিকরা।
২ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কটি অবরোধ করে রাখে তারা। এদিকে কর্তৃপক্ষের আশ্বাসে সড়ক থেকে সরে যায় শ্রমিকরা। অবরোধের সময় মহাসড়কের কয়েক কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়।
ডেনিম প্রসেসিং প্ল্যান্টের শ্রমিক কাকলী আক্তার বলেন, কারখানা কর্তৃপক্ষ আমাদের বেতন দিচ্ছে না। গত তিন মাস ধরে তারা আমাদের দুর্দশার কথাও শুনছে না। তাই আমরা বাধ্য হয়ে মহাসড়কে নেমেছি।
ডেনিম প্রসেসিং প্ল্যান্টের জরুরি নম্বরে যোগাযোগ করলে রিসিভ করে পরিচয় না দিয়েই বলেন, এই বিষয়ে তাদের কোন বক্তব্য নেই।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সানজুর মোর্শেদ বলেন, গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি পূরণের আশ্বাসে মহাসড়ক ছেড়েছে শ্রমিকরা। এখন যানজট নেই। তবে সামান্য ধীরগতি আছে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur