কচুয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

কচুয়ায় শাহরাস্তি থানার এক বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামী তুহিন হোসেন (২৯) কে আটক করেছে পুলিশ। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম । গ্রেফতারকৃত তুহিন হোসেন উপজেলার আশ্রাফপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

কচুয়া থানার ওসি মোহাম্মাদ বোরহান উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী তুহিন হোসেনের বিরুদ্ধে শাহরাস্তি থানায় মাদকের মামলা রয়েছে এবং তাকে সোমবার চাঁদপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৫ ডিসেম্বর ২০২৫