Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ২৪ ঘন্টায় সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ১১
সাজাপ্রাপ্ত

ফরিদগঞ্জে ২৪ ঘন্টায় সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ১১

চাঁদপুরের ফরিদগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলার মোট ১১ আসামিকে আটক করেছে পুলিশ। ২৪ নভেম্বর বৃহস্পতিবার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনর নির্দেশে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডলের সার্বিক তত্বাবধানে এস.আই মোঃ নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার হোগলী এলাকায় অভিযান পরিচালনা করে জি-আর মামলার আসামী মোঃ মাসুমকে আটক করে এবং একই রাতে উপজেলার খাড়খাদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে জি-আর মামলার আসামী সোলেমান শেখকে এবং পশ্চিম ধানুয়া এলাকায় অভিযান পরিচালনা করে সি-আর মামলার আসামী শরীফ মিজিকে আটক করে।

একই সময় এস.আই মোঃ রুবেল ফরাজী সঙ্গীয় ফোর্সসহ উপজেলার উত্তর চাঁদপুর এলঅকায় অভিযান পরিচালনা করে জি-আর মামলার আসামী শাহানারা বেগম (৫০)কে এবং একই রাত ধানুয়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া সি-আর পরোয়ানাভুক্ত আসামী রাকিব মিজিকে আটক করে।

একই সময় এ.এস.আই গোলাম মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কড়ইতলী এলাকায় অভিযান পরিচালনা করে সি-আর পরোয়ানাভুক্ত আসামী মোঃ অহিদুল্লাহ মজুমদারকে আটক করে।

একই দিনে এ.এস.আই মোঃ হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার খাজুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সি-আর পরোয়ানাভুক্ত আসামী ইসমাইল হোসেনকে এবং একই রাতে রুস্তমপুর এলাকায় অভিযান পরিচালনা করে জি-আর মামলার আসামী মোঃ সৌরভ হোসেন প্রঃ জাকিরকে আটক করে।

একই সময় এ.এস.আই মোঃ আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রঘুনাথপুর এলাকায় অভিযান পরিচালনা করে সি-আর মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামী রাসেল গাজীকে আটক করে এবং একই সময় এ.এস.আই মোঃ শফিক মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে একই মামলার ০২ জন জি-আর মামলার পরোয়ানাভুক্ত আসামী সুমন সরদার ও চঞ্চল খন্দকারকে আটক করেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আমাদের বিশেষ অভিযান পরিচালনা বিভিন্ন মামলার ১১ আসামীকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান, ২৪ নভেম্বর ২০২২