হ্যাট্রিক হলেন কচুয়ার সাচার মডেল স্কুল

২০১৭ সালে সাচার বাজারের প্রাণ কেন্দ্রে জগন্নাথ মন্দির এর পাশে প্রতিষ্ঠিত হয় কিন্ডারগার্ডেন জগতের স্কুল সাচার মডেল স্কুলটি। প্রতিষ্ঠার পর থেকেই একের পর এক চমক দেখিয়ে আসছেন এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশেষ করে ২০২২-২০২৫ পর্যন্ত টানা ৩ বার সর্বোচ্চ মেধা বৃত্তি পেয়ে হ্যাট্রিক চান্স পেলেন কচুয়া উপজেলা কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায়। ২০২৫ সালে এ বিদ্যালয় থেকে ১০০জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৪৪জন শিক্ষার্থী টেলেন্ট ও সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে।

জানা গেছে, উত্তর জনপদের সাচার এলাকায় শিশু শিক্ষাকে এগিয়ে নিতে সাচার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু, সাচার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন মাষ্টার, সহকারী প্রধান শিক্ষক গণেষ চন্দ্র ধন, সাচার ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক আবু ইউসুফ পবন, সাচার ইউনিয়ন বিএনপি’র সভাপতি সফিকুল ইসলাম সবু, সাচার ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ ইসমাইল হোসেন, সেলিম মো: মাহবুবুর রহমান বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিন্টু চন্দ্র দাস জানান, বর্তমানে এ বিদ্যালয়ের ১১জন শিক্ষক ও প্রায় ২শ ৫০জন শিক্ষার্থী রয়েছে। আমরা পরিচালক মহোদয়গন ও অভিভাকদের পরামর্শে বিদ্যালয়টিকে এগিয়ে নিতে সর্বদা কাজ করে যাচ্ছি।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১১ জানুয়ারি ২০২৬