চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার মডেল কিন্ডার গার্টেন স্কুলের-২০২৫ সালের বার্ষিক ক্রিড়া ও পুরষ্কার বিতরন, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনভর উৎসব মুখর পরিবেশে বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহন ও উপস্থিতিতে ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিন্টু চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাচার বহু মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের পরিচালক সদস্য মো: জসীম উদ্দিন মাষ্টার, গনেশ চন্দ্র ধর, শফিকুল ইসলাম সবু প্রমুখ।
এসময় সাচার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মীর আমির হোসেন, মোঃ শহীদুল্লাহ, সাংবাদিক জিসান আহমেদ নান্নুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এ উপলক্ষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম ইলিয়াস মিয়া ফাউন্ডেশন থেকে ১৮ জন ও কচুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ৩২ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও নগদ অর্থ সহায়তা তুলে দেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২০ এপ্রিল ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur