চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজার পরিচালনা পর্ষদের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির ১১ সদস্য বিশিষ্ট্য এ কমিটির অনুমোদন দেন।
কমিটি আহবায়ক ইউপি চেয়ারম্যান মোঃ ওসমান গনি মোল্লা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম কবীর সেক্রেটারী (যুগ্ম আহবায়ক) যুগ্ম আহবায়ক জাকির হোসেন তালুকদার, মোঃ মামুন দেওয়ান, মোঃ মনির হোসেন মেম্বার ও সালাউদ্দিন ভূইয়া হিরা, কোষাধ্যক্ষ দিবাকর সাহা ।
সদস্যরা হচ্ছেন- আঃ রব মেম্বার, মিন্নত আলী তালুকদার, মফিজুল ইসলাম মেম্বার ও বাসু দেব সাহা।
এদিকে নতুন কমিটির সেক্রেটারি ও অন্যান্য নেতৃবৃন্দের সহযোগিতায় সাচার দক্ষিণ ও উত্তর বাজারে রাস্তার দীর্ঘদিনের জমে থাকা কাঁদা ও গর্তের স্থানে ইটা-বালি দিয়ে বিকল্প সংস্কারের উদ্যোগ নেয়া হয়।
এছাড়া অন্যান্য সমস্যার কার্যক্রম পর্যায়ক্রমে এগিয়ে নেয়া হবে বলে সাচার বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি মো. সেলিম কবির জানিয়েছেন।
সাচার বাজারের নয়া এ আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন একাধিক ব্যবসায়ী।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Nannu.jpg” ] প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur