সাচার বাজারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারের মেইন সড়কে সরকারি রাস্তা দখল করে ফল বাজারসহ অন্যান্য স্থাপনা দ্রুত উচ্ছ্বেদের জন্য মতবিনিময় করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের নির্দেশে সাচার ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. জহিরুল ইসলাম- সাচার বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে সাচার বাজারস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন।

এসময় সাচার মেইন বাজারের সড়কে সরকারি রাস্তা দখল করে ফলের দোকানসহ অন্যান্য স্থাপনা আগামী ২-৩ দিনের মধ্যে সরিয়ে নিতে নির্দেশনা প্রদান করেন সাচার ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা ভারপ্রাপ্ত মৎস কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। তিনি বলেন, সরকারি রাস্তায় কোনভাবেই স্থাপনা নির্মাণ করা যাবে না। আপনারা স্বেচ্ছায় আগামী ২-৩ দিনের মধ্যে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হলো। এসময় সাচার বাজার ইউনিয়ন ভূমি সহকারী ইমাম হোসেন চৌধুরী, সাচার ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন মজুমদারসহ ব্যবসায়ী, রাজনৈতিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৯ ডিসেম্বর ২০২৪

Share