‘চলে যাই যুদ্ধে-মাদকের বিরুদ্ধে’ এই আহবানে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে মাদক বিরোধী গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শুক্রবার বিকেলে তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশের কচুয়া উপজেলার শাখার ব্যানারে এ বিক্ষোভ- সমাবেশ বের করা হয়। মিছিলটি সাচার বাজার পুলিশ ফাঁড়ি সংলগ্ন আশ-সাফা জামে মসজিদের সামনে থেকে বের হয়ে পুরো বাজার প্রদক্ষিন শেষে পুলিশ ফাঁড়ির সামনে প্রতিবাদ সভা করা হয়।
মাদক বিরোধী গনসমাবেশের উদ্যোক্তা মো: ফারুক হোসেন সরকারের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা জামায়েত ইসলামীর সহ-সেক্রেটারী হাফেজ মো. দেলোয়ার হোসেন, উপজেলা খেলাফত মজলিশের প্রধান সমন্বয়ক মুফতি আনিছুর রহমান কাশেমী, উপজেলা বিএনপির সহ-সভপিতি মো. আব্দুল খালেক, উপজেলা যুবদলের সিনি. সহ-সভাপতি -মনির হোসেন, ইসলামী আন্দোল বাংলাদেশ হাতপাখার ১নং সাচার ইউনিয়নের চেয়ারম্যান প্রত্যাশী আবু হানিফ, গন অধিকার পরিষদ নেতা, সালাউদ্দিন সহ আরো অনেকে। এ সময় সাচার বাজারের ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ শত শত লোকজন স্বেচ্ছায় এ মাদক বিরোধী সমাবেশে যোগদান করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৫ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur