চলে যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই আহবানে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে মাদক বিরোধী গন সমাবেশ করছে এলাকাবাসী। আগামী কাল শুক্রবার বাদ আসর এই সমাবেশ সফল করতে বৃহস্পতিবার সাচার উচ্চ বিদ্যালয়, সাচার বাজার সহ বিভিন্ন স্থানে মাদককে না বলুন সম্মলিত লিফলেট বিতরন করেছেন আয়োজক কমিটির সদস্য বৃন্দ।
জানা গেছে আগামী কাল শুক্রবার বাদ আছর স্থানীয় সচেতন লোকজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের নিয়ে সাচার বাজার পুলিশ ফাঁড়ি সংলগ্ন আশ সাফা জামে মসজিদের সামনে থেকে এ মাদক বিরোধী গণ মিছিল টি বের করা হবে।
সাচার বাজারে মাদক বিরোধী গন সমাবেশের অন্যতম উদ্যোক্তা ও তাহরিকে খাতমে নুবুওয়াত বাংলাদেশ এর কচুয়া উপজেলার শাখার আহ্বায়ক মো: ফারুক হোসেন সরকার বলেন,সাচার এলাকার মাদকের মাদককে জিরো টলারেন্স ঘোষণা করতে আমাদের এই কার্যক্রম। সাচারকে আমরা মাদক মুক্ত এলাকা ঘোষনা করতে চাই। যুব সমাজ ও শিক্ষার্থীদের মাদক থেকে রক্ষা করতে আমাদের এই প্রচেষ্টায় সকলের সহযোগিতা চাই।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ২৪ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur