চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার দক্ষিণ বাজারে দীর্ঘদিন পর বিজ্ঞ আদালতের মাধ্যমে নিজেদের জমির মালিকানা ফিরে পেলেন মো. আফিজ উদ্দিন তালুকদার গংরা। সম্প্রতি চাঁদপুরের বিজ্ঞ আদালতের কচুয়া সহকারী জজ এর চূড়ান্ত রায়ের মাধ্যমে ২০নং সাচার মৌজার সিএস ৭৮৬, এসএ ৭৭৬ নং খতিয়ান ভুক্ত সাচার-রাগদৈল সড়কের পশ্চিম অংশে পল্লী বিদ্যুাৎ এর খুঁটি সংলগ্ন পৌনে ১ শতাংশ ভূমির মধ্যে আধা শতাংশ নালিশে ভূমি ফিরে পান।
আফিজ উদ্দিন তালুকদারের ওয়ারিশ ও মামলা পরিচালনাকারী মো. শাহ আলম তালুকদার রায়ের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, দীর্ঘদিন পর চূড়ান্ত রায়ের মাধ্যমে আমরা আমাদের নালিশি ভূমি ফিরে পাওয়ায় বিজ্ঞ আদালতের প্রতি কৃতজ্ঞতা জানাই।
উল্লেখ্য যে, সাচার বাজারের উল্লেখিত ওই মামলার বাদী আফিজ উদ্দিন তালুকদারেরন মালিকীয় দখলিয় জায়গায় অন্য কোন পক্ষ গৃহাদী ভাঙ্গীয়া বা সরিয়ে নেয়া বা শালিশি ভূমির উপর কোন ড্রেন নির্মাণ কিংবা বাদীর শান্তিপূর্ণ দখলে ব্যাঘাত সৃষ্টি না করতে উপজেলা নির্বাহী অফিসার গংদের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা সংক্রান্ত সাইনবোর্ড (বিজ্ঞপ্তি) সাঁটানো হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ সেপ্টেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur