পবিত্র মাহে রমজান উপলক্ষে মাস ব্যাপী বিভিন্ন ন্যায্য মুল্যের পন্য বিক্রয় কেন্দ্র খুলেছে বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন শাখা। রমজানের দ্বিতীয় দিনে সাচার বাজারের প্রধান সড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং সাচার ইউনিয়ন শাখার আমির মীর মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের তত্ত্বাবধানে পরিচালিত এ ন্যায্য মূল্যের দোকানটি চালু করা হয়। মঙ্গলবার রমজানের তৃতীয় দিনে সরেজমিনে গিয়ে ওই দোকানে দেখা যায় স্থানীয় ক্রেতাগন রমজানের দ্রব্যমূল্য তৈল, ছোলা, খেজুর, চিনি, ডাল, আটাসহ বিভিন্ন পন্য ন্যায্য মূল্যে পেয়ে খুশিতে আত্যহারা।
স্থানীয় ক্রেতা মো. হুমায়ুন কবির মোল্লা, শাহজাহান, কবির হোসেনসহ অনেকে জানান, এর আগে সাচার বাজারে এধরনের দোকান গড়ে উঠেনি। জামায়াত ইসলামীর পরিচালিত দোকানটি হওয়ায় আমরা ন্যায্য মূল্যে মালামাল ক্রয় করতে পারছি। আমরা আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানাই।
বাংলাদেশ জামায়াত ইসলামী কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন শাখার আমির মীর মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, লাভের উদ্দেশ্যে নয়, পরকালের নাজাত ও মানুষকে সেবা দেয়ার লক্ষ্যে আমরা এ প্রতিষ্ঠানটির মাধ্যমে পুরো মাস ব্যাপী রোজাদারদের ন্যায্য মূল্যে মালামালের মাধ্যমে সহযোগিতা করবো।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৪ মার্চ ২০২৫