কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি ও সমমান ভোকেশনাল শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মসজিদে এ দোয়া অনুষ্ঠান প্রধান মেহমান হিসেবে শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জৈনপুর দরবার শরীফের পীর আলহাজ¦ হযরত মাওলানা নেহাল আহমেদ আতেকী। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন মোল্লা,সহকারী প্রধান শিক্ষক গণেশ চন্দ্র ধর,সিনিয়র শিক্ষক জসীম উদ্দিন,শাহআলম পাটওয়ারী,বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম,অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মফিজুল ইসলাম,সাচার বাজার ডায়মন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম সবু সহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২০ মার্চ ২০২৫