সাচার দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশ

কচুয়া উপজেলার সাচার ইসলামিয়া দাখিল মাদ্রাসার নব-নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ ভবনের শুভ উদ্বোধন করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

মাদ্রাসার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী-সমাজসেবক মো. আবুল বাশার মেম্বারের সভাপতিত্বে ও বিতারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সোহাগ খানের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, জেলা পরিষদ সদ্য আলহাজ্ব তৌহিদুল ইসলাম খোকা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া, জেলা পরিষদের সাবেক সদস্য রওনক আরা রত্না, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শহিদ দর্জি, সাচার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিন্নত আলী তালুকদার মিনু, মাদ্রাসার সুপার মাওলানা মো. হেদায়েত উল্লাহ, উপজেলা আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট আব্দুল খালেক প্রমুখ।

এসময় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সাচার ইসলামীয়া দাখিল মাদ্রাসার ইতিহাসে কোনো অতিথিকে লাল গালিচায় ও ব্যাপক অভিভাবকের উপস্থিতিতে প্রথম বারের মতো ফুলেল সংবর্ধনায় বরণ করে নেয়া হয়। আর ওই কাজটি করেন, সাচার ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মো. আবুল বাশার মেম্বার। ব্যতিক্রমি এমন অনুষ্ঠানের আয়োজন করায় অনুষ্ঠানের প্রধান অতিথি মাদ্রাসার সভাপতি আবুল বাশার মেম্বারকে ধন্যবাদ জানান পাশাপাশি উন্নয়নের প্রতীক নৌকার সমর্থনে পাশে থাকার আহবান জানান।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১১ নভেম্বর ২০২৩

Share