সাচার ডিগ্রি কলেজে মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে সভা ও কুইজ প্রতিযোগিতা
‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ মাদকাসক্তি একটি সামাজিক সমস্যা, এটি একটি সামাজিক ব্যাধি, আমাদের প্রয়োজন আন্দোলনের মাধ্যমেই এই মাদকদ্রব্য নির্মূল করা সম্ভব এই প্রতিপাদ্য নিয়েই বুধবার সকালে চাঁদপুরের কচুয়া উপজেলা সাচার ডিগ্রি কলেজের মিলনায়তনে মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল স¤পর্কে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সাচার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মহসীন কবীরের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ নওশের আলম মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন পাটোয়ারী, সাচার ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, বিদ্যুৎসাহী সদস্য মোঃ জসিম উদ্দিন মাষ্টার, গভর্নিং সদস্য আলাউদ্দিন আখন্দ, আব্দুল মতিন মোল্লা প্রমুখ।
এসময় অভিভাবক সদস্য মিজানুর রহমান, নিরাপদ সড়ক চাই কচুয়া উপজেলা শাখার সভাপতি জিয়া উদ্দীন মজুমদারসহ অত্র কলেজের শিক্ষক ও শিক্ষার্থী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন। পরবর্তীতে মাদকাসক্তির উপসর্গ ও মাদকাসক্তকে চেনার উপায়, সুফল ও কুফল এবং মাদক অপব্যবহারের বিরুদ্ধে আইন ও শাস্তির বিধান, মাদকের অভিশাপ থেকে মুক্তির উপায় নিয়ে কুইজ প্রতিযোগিতা অংশকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২২ অক্টোবর ২০২৫