সাচার ডিগ্রি কলেজের সভাপতি নজরুল ইসলাম ও বিদ্যুৎসাহী জসিম মাষ্টার

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি হিসেবে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম ও বিদ্যুৎসাহী সদস্য হিসেবে সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন মাষ্টার মনোনীত হয়েছে। ৬ আগস্ট জাতী বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে। বিষয়টি সাচার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসীন কবীর নিশ্চিত করেছেন।

এদিকে সাচার ডিগ্রি কলেজের নয়া কমিটির গভর্নিং বডির সভাপতি হিসেবে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম ও বিদ্যুৎসাহী সদস্য হিসেবে সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন মাষ্টার মনোনীত হওয়ায় তারা বলেন, সবার সহযোগিতা ও সমর্থন নিয়ে সুন্দর সু-শৃঙ্খল শিক্ষা বান্ধব প্রতিষ্ঠান ও একাডেমিক উন্নয়নে এগিয়ে যেতে সকলের সহযোগিতা ও পরামর্শ চাই।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ আগস্ট ২০২৫