সাচার ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য পুর্নবহাল

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার ডিগ্রি কলেজ গভর্নিংবডির এডহক কমিটির পূর্বের সভাপতি পদে পুর্নবহাল রয়েছেন সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ডা. শহীদুল ইসলাম ও বিদ্যুৎসাহী সদস্য হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষানূরাগী ড. মো. মহব্বত আলী। বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট অনিমেষ চন্দ্র বালা বিজ্ঞ আদালতে রীট দাখিল করলে বিজ্ঞ মহামান্য হাই কোর্ট এ রায় প্রদান করেন বলে কচুয়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মো. মকবুল হোসেন মিয়াজী নিশ্চিত করেন।

এর আগে গত ৩ নভেম্বর তাদের জাতীয় বিশ্ব বিদ্যালয়ের মাধ্যমে মনোনীত করা হয়। পরবর্তীতে তাদের বাদ দিয়ে কমিটি চেষ্টা করে প্রতিপক্ষ মহল। পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের উভয়ের এ পদে বহাল রাখতে রীট করা হলে মঙ্গলবার বিজ্ঞ আদালত তাদের পূর্ণবহাল করেন।

উল্লেখ্য যে, ১৯৮৮ সালে তৎকালীন সময়ে জাতীয় পার্টির শাসনামলে এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহনের লক্ষে সংসদ সদস্য থাকাকালীন অধ্যাপক ডা. শহীদুল ইসলাম সাচার ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজ প্রতিষ্ঠার দীর্ঘদিন পর অধ্যাপক ডা. শহীদুল ইসলামকে তার ভালো কাজের পুরষ্কার স্বরূপ গভর্নিং বডির সভাপতি নির্বাচিত করায় ও অন্যদিকে কচুয়ার পাথৈর গ্রামের কৃতি সন্তান, শেরেবাংলা কৃষিবিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষানূরাগী ড. মো. মহব্বত আলীকেও এ কলেজের বিদ্যুৎসাহী সদস্য করায় আনন্দিত এলাকাবাসী।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১১ ডিসেম্বর ২০২৪

Share