চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার ডিগ্রি কলেজ গভর্নিংবডির সভাপতি পদে মনোনীত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ডা. শহীদুল ইসলাম। কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে জাতীয় বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ^বিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার গত ৩ নভেম্বর তাঁকে এ কলেজের গভর্নিংবডির সভাপতি পদে অনুমোদন দেন।
এছাড়া বিদ্যুৎসাহী সদস্য হিসেবে শেরেবাংলা কৃষিবিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. মহব্বত আলীকে মনোনীত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসীন কবির। এদিকে মঙ্গলবার সকালে কলেজের নয়া সভাপতি অধ্যাপক ডা. শহীদুল ইসলাম ও শেরেবাংলা কৃষিবিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মহব্বত আলী এ কলেজের বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, ১৯৮৮ সালে তৎকালীন সময়ে জাতীয় পার্টির শাসনামলে এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহনের লক্ষে সংসদ সদস্য থাকাকালীন অধ্যাপক ডা. শহীদুল ইসলাম সাচার ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজ প্রতিষ্ঠার দীর্ঘদিন পর অধ্যাপক ডা. শহীদুল ইসলামকে তার ভালো কাজের পুরষ্কার স্বরূপ গভর্নিং বডির সভাপতি নির্বাচিত করায় আনন্দিত এলাকাবাসী।
এক প্রতিক্রিয়ায় অধ্যাপক ডা. শহীদুল ইসলাম বলেন, আমি কচুয়ার সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান থাকাকালীন কচুয়ায় বহু শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ সমগ্র কচুয়া উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, হাসপাতাল, বিদ্যুৎসংযোগ স্থাপনসহ ব্যাপক উন্নয়ন করেছি। বর্তমানে আমাকে সাচার ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপত নির্বাচিত করায় আমি জাতীয় বিশ^বিদ্যালয়ের ভিসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানাই। পাশাপাশি ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটির পূর্বের সুনাম, গুনগত ও সময়োপযোগী শিক্ষার মান এগিয়ে নিতে চেষ্টা করবো। এজন্য কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকাবাসীর সহযোগিতা চাই।
অন্যদিকে বিদ্যুৎসাহী সদস্য ড. মহব্বত আলী তার প্রতিক্রিয়ায় তাকে সাচার ডিগ্রি কলেজ গভর্নিংবডির বিদ্যুৎসাহী সদস্য হিসেবে মনোনীত করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং কলেজের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি করে কাজ করার আশাবাদ ব্যাক্ত করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,৫ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur