বাংলাদেশ কৃষি ব্যাংক চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজার শাখার ব্যবস্থাপক মোঃ শরীফুল ইসলামের হাজীগঞ্জ শাখায় বদলিজনিত কারনে বিদায় সংবর্ধনা ও নব যোগদানকৃত শাখা ব্যবস্থাপন মোঃ আসাদুর রহমানকে ফুলের শুভেচ্ছায় বরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কৃষি ব্যাংক সাচার বাজার শাখা মিলনায়তনে সাচার বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাচার বাজার শাখা ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্ব ও অফিসার সিহাব পারভেজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি ব্যাংক চাঁদপুর অঞ্চলের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ এনামুল হক। বিশেষ অতিথির ব্যক্তব্য রাখেন, কৃষি ব্যাংক চাঁদপুর আঞ্চলিক নিরীক্ষা কর্মকতা মোঃ আবদুল আজিজ ও বিদায়ী শাখা ব্যবস্থাপক মোঃ শরীফুল ইসলাম।
ব্যবসায়ী মধ্যে বক্তব্য রাখেন, সাচার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন, জাকির হোসেন, জিয়াউদ্দিন মজুমদার, বাসু দেব সাহা, জাকির হোসেন তালুকদার, মনির হোসেন সহ আরো অনেকে। পরে অতিথিদের ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩১ আগস্ট ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur