কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শিক্ষার মান উন্নয়নের লক্ষে ৬ষ্ঠ/৭ম শ্রেণীতে অধ্যায়নরত নতুন কারিকুলাম শিক্ষা গতিশীল নিয়ে আলোচনা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন মোল্লার সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক গণেশ চন্দ্র ধরের পরিচালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা যুবলীগের সদস্য মোঃ সোহেল মামুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মোঃ মকবুল হোসেন, মো. মিজানুর রহমান, কাউসার আহমেদ, মো. বাবুল ভূঁইয়া প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ অক্টোবর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur