সাচারে রেনেসা সমবায় সমিতির ১৮তম বর্ষপূর্তি উদযাপন

কচুয়া উপজেলার সাচার বাজারে অবস্থিত রেনেসা সমবায় সমিতি (এম.সি.এস) লি: এর বার্ষিক সাধারণ সভা ও ১৮ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

অবিচল আস্থার দেড় যুগ পূর্তি উপলক্ষে শনিবার রেনেসা মেডিকেল সেন্টারের হল রুমে রেনেসা সমবায় সমিতির সভাপতি ও তরুণ উদ্যোক্তা জিয়াউদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন প্রধানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- রেনেসা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান মো: মহিউদ্দিন মজুমদার।

বক্তব্য রাখেন- সমাজসেবক হাজী মো: মজিবুর রহমান, শরীফুল ইসলাম মজুমদার, সালাউদ্দিন মজুমদার, সাংবাদিক জিসান আহমেদ নান্নু ও গ্রাহক ইয়াছিন প্রধান প্রমূখ। অনুষ্ঠানে রেনেসা সমবায় সমিতি লি: এর অর্ধশতাধিক গ্রাহকের মাঝে বীমা মেয়াদ পূর্ণ হয় তাদের মাঝে চেক বিতরণ ও নতুন বছরের উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় রেনেসা সমবায় সমিতি লি: এর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, গ্রাহক, বাজার ব্যবসায়ী ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩১ ডিসেম্বর ২০২২

Share