মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার মডেল স্কুলে বুধবার বার্ষিক ক্রীড়া, মরহুম ইলিয়াছ মিয়া স্মৃতি কল্যান ট্রাস্ট্রের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অনুদান করা হয়েছে।
সাচার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক মো: আবু ইউসুফ সরকার পবন।
প্রধান শিক্ষক পিন্টু চন্দ্র দে’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাচার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: মাহবুবুর রহমান, মো: ইসমাইল হোসেন, সাচার বাজার ডায়মন্ড হাসপাতলের পরিচালক মো: সফিকুল ইসলাম ও সাচার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মীর মো: আমির হোসেন প্রমুখ। এসময় বিদ্যালয়েল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৩ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur