সাচারে ট্রাক প্রতীকে গণসংযোগ করেছেন এনায়েত হাসিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কচুয়া উপজেলার সাচার বাজার ও আশপাশের এলাকায় দিনভর গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এনায়েত হাসিব। ট্রাক প্রতীকে সমর্থন চেয়ে তিনি ব্যবসায়ী, পথচারী, কৃষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের প্রত্যাশা–অসম্পূর্ণ উন্নয়নচিত্র শোনেন। গত শনিবার বিকালে গণসংযোগ শুরুর পর থেকেই এনায়েত হাসিবকে ঘিরে সাচার বাজার এলাকায় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বাজারের মুদি, হোটেল, কাপড়ের দোকান, মোবাইলস শোরুম, হার্ডওয়্যার দোকান—প্রতিটি জায়গায় গিয়ে তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন।

গণসংযোগ চলাকালে বিশেষ করে তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। লিফলেট নিতে অনেকেই এগিয়ে আসেন এবং নির্বাচনী ইশতেহারে থাকা শিক্ষাব্যবস্থা, কর্মসংস্থান ও দুর্নীতি দমনের প্রতিশ্রুতি সম্পর্কে জানতে চান। এনায়েত হাসিব তরুণদের উদ্দেশে বলেন—“যুব সমাজ দেশের শক্তি। স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ দরকার। আপনাদের স্বপ্ন পূরণের জন্যই আমরা মাঠে কাজ করছি।”
দিবাগত গণসংযোগ শেষে মধ্য বাজারে এক স্বতঃস্ফূর্ত আলোচনা সভায় মিলিত হন এনায়েত হাসিব ও তার কর্মী–সমর্থকরা।

সেখানে তিনি বলেন—“গণঅধিকার পরিষদ মানুষের অধিকার আদায়ের আন্দোলন থেকে উঠে এসেছে। হামলা-মামলা, দমন-পীড়ন—কিছুই আমাদের থামাতে পারেনি। মানবিক নেতৃত্বের হাত ধরে গণঅধিকার পরিষদ এগিয়ে যাচ্ছে। সুযোগ পেলে কচুয়ার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, সড়ক সংস্কার ও স্বাস্থ্যসেবার উন্নতিতে কাজ করব।”

তিনি আরও বলেন,“স্বৈরাচার ও দুর্নীতির রাজনীতি এই দেশকে ক্ষতিগ্রস্ত করেছে। সেই অগণতান্ত্রিক শক্তি এখনো সক্রিয়। তাই সচেতন ও ঐক্যবদ্ধ থেকে তাদের প্রতিরোধ করতে হবে। মানুষের অধিকার রক্ষাই আমাদের মূল লক্ষ্য।”

গণসংযোগ কর্মসূচিতে উপজেলা ও জেলা পর্যায়ের নেতাদের উপস্থিতি প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করে। উপস্থিত ছিলেন—উপজেলা গণঅধিকার পরিষদের সংগঠক সালাউদ্দিন শি,উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাজেদুল হাসান স্বপন,আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ শামীম সরকার,প্রচার সম্পাদক কবির হোসেন,গণমাধ্যম বিষয়ক সম্পাদক নাহিদুল হাসান মৃদুল,সহ-প্রচার সম্পাদক মহসিন,জেলা ছাত্র অধিকার পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মাসুম,উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু সাইদ চৌধুরী—সহ আরও অনেকে।

নেতৃবৃন্দ সবাই একসুরে বলেন যে, এনায়েত হাসিব এলাকায় পরিচ্ছন্ন, মানবিক ও তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত; তাই ট্রাক প্রতীকের পক্ষে মানুষের সমর্থন দ্রুত বাড়ছে।

দিনভর এই প্রচারণার ফলে সাচার বাজার থেকে শুরু করে পার্শ্ববর্তী গ্রামগুলোতে নির্বাচনী আমেজ লক্ষ্য করা যায়। কেউ আলোচনা করছেন উন্নয়ন নিয়ে, কেউ রাজনীতির ভবিষ্যৎ নিয়ে। পরিবেশ ছিল উৎসবমুখর, তবে শান্তিপূর্ণ। স্থানীয় কয়েকজন ভোটার জানান—“নতুন নেতৃত্ব চাই। পরিবর্তনের ডাক শুনতে চাই। যারা মানুষের কথা শুনবে, তাদের পাশে থাকতে চাই।”

গণসংযোগ শেষে এনায়েত হাসিব বলেন—“ট্রাক প্রতীকে আপনাদের একটি ভোট শুধু আমাকে নয়, পরিবর্তনের রাজনীতিকে আরও শক্তিশালী করবে। আমি আপনাদের পাশে আছি—থাকব। উন্নয়ন, স্বচ্ছতা আর অধিকার প্রতিষ্ঠার জন্যই আমার এই প্রার্থিতা।”

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৭ ডিসেম্বর ২০২৫