Home / উপজেলা সংবাদ / কচুয়া / সাচারে কম্পিউটার ট্রেনিং সেন্টারে প্রথম ব্যাচের বিদায় উপলক্ষ্যে দোয়া
কম্পিউটার

সাচারে কম্পিউটার ট্রেনিং সেন্টারে প্রথম ব্যাচের বিদায় উপলক্ষ্যে দোয়া

কচুয়ার উপজেলার সাচার দক্ষিণ বাজারে ডায়মন্ড হসপিটালের পশ্চিম পাশে দেওয়ান সুপার মার্কেটে অবস্থিত আলাউদ্দিন গ্রাফিক্স এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের ২০২৫ সালের এস.এস.সি ১ম ব্যাচের বিদায় উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আলাউদ্দিন গ্রাফিক্স এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের এই অনুষ্ঠানের বিদায় শিক্ষার্থী উদ্দেশ্যে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা আইসিটি কর্মকতা মোঃ মোশারফ হোসেন। আলাউদ্দিন গ্রাফিক্স এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃ আলাউদ্দিন আজাদ এর সার্বিক আয়োজনে ও শরীফ গ্রাফিক্স এর পরিচালক মোঃ শরীফুল ইসলাম সরকারের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ জয়নাল আবেদীন, জোনাল অফিসার মোঃ সফিকুল ইসলাম মিঠু, বাংলাদেশ জামাতে ইসলাম কচুয়া উপজেলার শাখার সহ-সেক্রেটারী হাফেজ মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। পরে প্রতিষ্ঠানের সফলতা কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

এ সময় আলাউদ্দিন গ্রাফিক্স এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের শিক্ষার্থী, বাজার ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩১ জুলাই ২০২৫