সাচারে আল শিফা হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

কচুয়া উপজেলার সাচার উত্তর বাজারে ব্রীজ সংলগ্ন গৌরিপুর সড়কে আমেনা টাওয়ারের দ্বিতীয় তলায় নতুন উদ্যমে উন্নত চিকিৎসা সেবা দেয়ার লক্ষে ‘আল শিফা হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের’ শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও দোয়া মোনাজাতের মাধ্যমে এ হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, জৈনপুরের পীর আলহাজ্ব আব্দুল হাই সিদ্দিকী ।
হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে ও সার্বিক আয়োজনে এবং মুন্সী মোহাম্মদ আবুল বাশার বিন সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারী হাফেজ মো. দেলোয়ার হোসেন,জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মঞ্জুরুল আলম, আমেনা টাওয়ারের সত্ত্বাধিকারী ও মালয়েশিয়া প্রবাসী মো. কবির হোসেন ও ওমান মাসকার্ট মসজিজের কুবার ইমাম হযরত মাওরানা হাফেজ ক্বারী আহসান উল্যাহ।

এসময় বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম,সাচার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মামুন দেওয়ান,বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান স্বপন,বিল্লাল হোসেন বাবু,রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক জামাল হোসেন সহ হাসপাতালের পরিচালক সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে হাসপাতালের সার্বিক সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাতে সহযোগিতা করেন রাজারামপুর মদিনাতুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. মোজাম্মেল হক।

এদিকে সাচার উত্তর বাজারে আল শিফা হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে দিনভর স্থানীয় গরীব অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ জানুয়ারি ২০২৪

Share