সাচারে আওয়ামী লীগকে প্রতিহত করতে বিএনপির বিক্ষোভ মিছিল

আগামী ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের দেশ ব্যাপী কর্মসূচি ঘোষনা দেয়ার প্রতিবাদে ওই কর্মসূচি প্রতিহত করার দাবি জানিয়ে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে দুভাগে বিভক্ত বিএনপির একত্রিত হয়ে সাচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার ঘোষনা দিয়ে এ মিছিল সমাবেশ বের করা হয়। মিছিলটি সাচার ডাকবাংলো সামনে থেকে শুরু করে পুরো বাজার প্রদক্ষিন শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করা হয়।

এসময় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন সমর্থিত ও উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন এর সমর্থিত সাচার ইউনিয়ন বিএনপি যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সাচার বাজার পরিচালনা কমিটি গঠন ও ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন নেতাকর্মীরা।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ জানুয়ারি ২০২৫

Share