ব্যাপক নিরাপত্তায় চলছে চাঁদপুর-চট্রগ্রাম রুটে সাগরিকা এক্সপ্রেস

দেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের কারনে গত ২০জুলাই চাঁদপুর থেকে ২টি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলপথে ট্রেন চলাচল বন্ধ হওয়ার ১২দিন পর আবার পূর্নরায় চাঁদপুর-চট্রগ্রামের মধ্যে যাত্রীবাহি ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন চট্রগ্রাম রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রেলওয়ে ট্রেন চলাচল কর্তৃপক্ষের দায়িত্বরত সূত্র জানান,বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মহাদয়ের নিদের্শ মোতাবেক চট্রগ্রাম বিভাগীয় কর্তৃপক্ষ এ সিদ্বান্ত নিয়েছেন।

বুধবার রাতে চাঁদপুরে আসা একটি রেলওয়ে বার্তা থেকে জানা গেছে, চট্রগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তার দপ্তর জানিয়েছে,বৃহস্পতিবার(১ আগস্ট) সকাল সাড়ে ৭টায় চট্রগ্রাম থেকে চাঁদপুরের উদ্দের্শে ২৯ নাম্বার আপ ও ৩০ নাম্বার ডাউন সাগরিকা নামীয় কমিউটার ট্রেনটি চাঁদপুর-চট্রগ্রামের মধ্যে চলাচলের মধ্যদিয়ে ট্রেন চলাচল শুরু হবে। বর্তমানে চাঁদপুর-চট্রগ্রাম,চট্রগ্রাম-নাজির হাট ও চট্রগ্রাম-ঢাকার মধ্যে কর্নফুলি এক্সপ্রেস ট্রেনটি চলাচল করবে।

সে সতে রেলপথে নাশকতা প্রতিরোধে ব্যাপক নিরাপত্তার চাদরে ঢেকে যাত্রী নিরাপত্তার মধ্যদিয়ে চট্রগ্রাম থেকে সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর এসে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় পৌছে। সে ট্রেনটি চাঁদপুর থেকে দুপুর ২টা ৩০মিনিটে চট্রগ্রামের উদ্দের্শে চাঁদপুর ত্যাগ করে। এ পধে ট্রেন চলাচল করছে বলে বিস্তারিত বিষয়টি নিশ্চিত করে জানালেন চাঁদপুরে দায়িত্বরত ষ্টেশন মাস্টার মো: শোহেবুল মিকদার।

এ ট্রেন চলাচল করা কালীন ট্রেনে যাত্রী নিরাপত্তার স্বার্থে ট্রেনে রেলওয়ে পুলিশ,রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এ ছাড়া টাঁদপুর-চট্রগ্রামের রেলপথের দায়িত্বে থাকা সকল গ্যাংয়ের দায়িত্বে থাকা রেলওয়ে কয়েক শ’ ওয়েম্যানরা রেলপথে নাশতকা প্রতিরোধে তাদের দায়িত্ব পালন করবে। এবং তারা দায়িত্ব পালন শুরু করে দিয়েছে।

চাঁদপুর ষ্টেশন সূত্রে জানা গেছে,দেশের বর্তমান পরিস্থিতির কারনে ট্রেন চলাচল বন্ধ থাকায় কারনে এ পথের ট্রেন যাত্রীরা মারাত্বক দুভোর্গে পড়েছে। এতে করে সরকার বিরাাট অংকের রাজস্ব হারাচ্ছে। চাঁদপুর ষ্টেশনে প্রতিদিন মেঘনা এক্রপ্রেস এর টিকেট বিক্রি হতো প্রায় ১লাখ টাকা। বর্তমানে চাঁদপুর-লাকসাম রেলপথের ১১টি ষ্টেশনের মধ্যেস ৫টি ষ্টেশন বন্ধ রয়েছে। এগুলো হচ্ছে,মৈশাদী স্টেশন,শাহাতলী স্টেশন,বলাখাল,উয়ারুক ও শাহরাস্তি স্টেশন।

এ বিষয়ে চাঁদপুর লাকসামের দায়িত্বে থাকা কর্মকর্তা এস.এস,এ/ই পথ মো:লিয়াকত আলী মজুমদার জানান,চাঁদপুর-লাকসাম রেলপথের প্রতিটি গ্যাংয়ের ওয়েম্যানদের নাশকতা প্রতিরোধে দায়িত্ব পালনের জন্য এ পথে নিয়োজিত করা হয়েছে। এবং তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে।

স্টাফ করেসপন্ডেট, ২ আগস্ট ২০২৪

Share