মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে গোলটেবিল আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহিদুল ইসলাম।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো.তানভীর হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন মতলব পৌরসভার ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র কিশোর কুমার ঘোষ, মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম শেফা, কচি কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সোবহান মিয়া, নবকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন দীপ্তি, মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লাকি আক্তার ও মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস।
প্রতিবেদক : মাহফুজ মল্লিক
আপডেট, বাংলাদেশ সময় ৮:৫৫ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৮, শনিবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur