খেলাধুলা

সাকিব দেখালেন, তিনি চাইলেই পারেন

কলম্বো টেস্টে শুক্রবার ভিন্ন চিত্র দেখলেন ভক্তরা। ব্যাট হাতে সাকিব দেখালেন, তিনি চাইলেই পারেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে দারুণ সেঞ্চুরি হাঁকান সাকিব আল হাসান। এতে গতকাল কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে লিড নেয় বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে লিড পেলো এ নিয়ে দ্বিতীয়বার। বাংলাদেশের এমন আগের ঘটনাটি ২০১৩ সালে গল টেস্টে। গতকাল কলম্বোর পি সারা ওভাল মাঠে বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ পৌঁছে ৪৬৭ রানে। এতে ১২৯ রানের লিড নেয় বাংলাদেশ। ভিন দেশের মাটিতে টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি রানে লিড নেয়ার ঘটনা এটি। আগের দিন ৮ বল মোকাবিলা করেন সাকিব। আর এতেই বড় শট হাঁকাতে গিয়ে সাকিব প্রতিপক্ষদের সুযোগ দেন দুই দুইবার। কিন্তু গতকাল ব্যাট হাতে ক্রিজে সাকিব দেখালেন ধৈর্যশীল এক ইনিংস। প্রতিপক্ষ বোলারদের বলের মেধা বুঝে ব্যাট চালালেন সাকিব। আর শেষ পর্যন্ত ১১৬ রানের ইনিংসে সাকিব মোকাবিলা করেন ১৫৯ বল। এতে সাকিব হাঁকান ১০টি বাউন্ডারি।
পি সারা ওভাল মাঠে আগের দিন ৮ বলে সাকিবের সংগ্রহ ছিল ১৮ রান। এতে সাকিবের চারের মার ছিল তিনটি। জীবনও পেয়েছিলেন দু’বার তবে গতকাল নিজের সংগ্রহে ৩২ রান যোগ করেন সাকিব ৬১ বলের মোকাবিলায়। ৬৯ বলে অর্ধশতক পূর্ণ করেন সাকিব আল হাসান। আর সাকিব তিন অঙ্কের ফিগারে পৌঁছেন আরো ৭৪ বল খেলে। আর ইনিংস শেষে সাকিবের নাম উঠলো গর্বের এক রেকর্ডে। জাতীয় দলের শততম টেস্টে সেঞ্চুরির গৌরব কুড়ানো মাত্র অষ্টম ব্যাটসম্যান তিনি। বিশ্ব ক্রিকেটে এর আগে ৭ ব্যাটসম্যান সেঞ্চুরি করেন নিজ নিজ দেশের শততম টেস্টে।
গতকাল দিনের প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ ছিল ১০১ রান। ষষ্ঠ উইকেটে অধিনায়ক মুশফিকুর রহীমের সঙ্গে ৯২ রানের জুটি গড়েন সাকিব। ব্যক্তিগত ৫২ রানে লঙ্কান পেসার সুরাঙ্গা লাকমালের বলে বোল্ড হয়ে যান মুশফিক। যদিও বাংলাদেশের কেতাবি ব্যাটসম্যান মুশফিককে ক্রিজে ব্যাট হাতে থ্রু দ্য গেট বোল্ড আউট হতে দেখা যায় না সচরাচর। মুশফিকের বিদায়ে সাকিব কার্যকরী জুটি বাঁধেন তরুণ মোসাদ্দেক হোসেনের সঙ্গে। সপ্তম উইকেটে সাকিব-মোসাদ্দেক গড়েন ১৩১ রানের জুটি। ক্রিজে ব্যাট হাতে বদলে যাওয়া সাকিবকে পাগলাটে শটে উইকেট দিতে দেখে ভক্তদের আফসোস হতে পারে। কেন না সাকিবের ক্রিজে থাকা মানে প্রতিপক্ষ দলের মাথায় বোঝা। চা বিরতির আগে ওটা ছিল শেষ ওভার। দলীয় ৪২১ রানে লঙ্কান বাঁ-হাতি চায়নাম্যান বোলার লাকশান সান্দাকানের নির্বিষ এক ডেলিভারি অযথা হাঁকাতে যান সাকিব। আর মিড অনে দিনেশ চান্ডিমালের দারুণ ক্যাচে সমাপ্তি ঘটে সাকিবের সুপার ইনিংসটির।
৪৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারের সাকিবের এটি পঞ্চম সেঞ্চুরি। বাংলাদেশের টেস্টে সাকিবের চেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে কেবল তামিম ইকবাল (৮) ও মোহাম্মদ আশরাফুলের (৬)। টেস্টে মুশফিকুর রহীমেরও রয়েছে ৫টি সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারের ৯১ ইনিংসে সাকিবের সংগ্রহ বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিক ৩৪৬৪ রান। টেস্টে ৩৫৯৫ রান রয়েছে বাংলাদেশ ওপেনার তামিম ইকবালের। গেল জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ২১৭ রানের ঝলমলে ইনিংস খেলেন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটসম্যান সাকিব আল হাসান। টেস্টে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস এটি। চলতি বছর ৯ ইনিংসে তার সংগ্রহ দাঁড়ালো ৫৩৫।
সাকিবের পাঁচ সেঞ্চুরি
রান বল ৪/৬ প্রতিপক্ষ ভেন্যু সাল
১০০ ১৮২ ১৫/৩ নিউজিল্যান্ড হ্যামিল্টন ফেব্রু ২০১০
১৪৪ ৩৫২ ১৫/০ পাকিস্তান ঢাকা ডিসে. ২০১১
১৩৭ ২৫০ ১৮/২ জিম্বাবুয়ে খুলনা নভে. ২০১৪
২১৭ ৪১৮ ৩১/০ নিউজিল্যান্ড ওয়েলিংটন জানু. ২০১৭
১১৬ ১৫৯ ১০/০ শ্রীলঙ্কা পিএসএস মার্চ ২০১৭

সূত্র- মানবজমিন

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ৩১ এএম, ১৮ মার্চ ২০১৭, শনিবার
ডিএইচ

Share