বাংলাদেশে দলের ব্যাটিং পরামর্শক হিসেবে শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান থিলান সামারাবিরার নিয়োগ আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার ঢাকায় এসে পৌঁছেছেন তিনি। অস্ট্রেলিয়া থেকে ঢাকায় এসেছেন তিনি।
আপাতত সামারাবিরা আসবেন শুধু আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য। এরপর তাঁকে দীর্ঘ মেয়াদে নিয়োগ দেওয়ার কথা চিন্তা করবে বিসিবি।
ঈদুল আজহার দীর্ঘ ছুটির পর রোববার আবার জাতীয় দলের প্রস্তুতি শুরু হচ্ছে। কাল থেকেই দলের সঙ্গে যোগ দেবেন সাবেক এই লঙ্কান ব্যাটসম্যান।
এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ার ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছিলেন সামারাবিরা। ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৮১টি টেস্ট খেলে ৫,৪৬২ রান করেছিলেন শ্রীলঙ্কার সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান।
এদিকে নতুন একজন স্পিন বোলিং কোচের সন্ধানেও আছে বিসিবি। এ বছরের শেষে নিউজিল্যান্ড সিরিজের আগেই এই স্পিন বোলিং কোচ নিয়োগ দেওয়া হবে বলে আশাবাদী তারা।
নিউজ ডেস্ক ।।আপডটে,বাংলাদশে সময় ০৭:৩৫ পিএম,১৭ সেপ্টেম্বর ২০১৬ শনিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur