খেলাধুলা

সাকিবের বদলে নিদাহাস ট্রফিতে লিটন দাস

ইনজুরির কারণে শ্রীলঙ্কায় আসন্ন তিন জাতির টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ফলে তার জায়গা দলে নেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস।

এছাড়া সাকিবের অনুপস্থিতে এই টুর্নামেন্টে অধিনায়কত্ব করবেন মাহমুদুল্লাহ রিয়াদ। যদিও আগেই ঘোষণা দেওয়া হয়েছিল সাকিব খেলতে না পারলে নেতৃত্ব দেবেন রিয়াদ। পরে সাকিবের পরিবর্তে লিটন দাশকে নিয়ে টাইগারদের ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়।

এর আগে দেশের মাটিতে গত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে বাঁহাতের কণিষ্ঠ আঙ্গুলে গুরুতর চোট পান সাকিব। পরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজও খেলা হয়নি তার।

নিদাহাস ট্রফিতে স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশ ছাড়া তৃতীয় দল হিসেবে খেলবে ভারত।

বাংলাদেশ স্কোয়াড:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাব্বির রহমান, লিটন দাশ, নুরুল হাসান সোহান, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, আবু হায়দার রনি ও আরিফুল হক।

(বিডি-প্রতিদিন)

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৩: ০০ পি.এম ৩ মার্চ,২০১৮ শনিবার
কে এইচ.

Share