কচুয়া

কচুয়ায় জিপিএ-৫ পাওয়া প্রমী ডাক্তার হতে চায়

কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে সদ্য প্রকাশিত ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় সাচার ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে অংশগ্রহন করে মোসা: সাবিকুন নাহার প্রমী গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। উপজেলায় ডিগ্রি কলেজ পর্যায়ে সে একমাত্র জিপিএ-৫ পেয়ে কচুয়ার মান ধরে রেখেছে।

মেধাবী ছাত্রী সাবিকুন নাহার প্রমী’র বাবা মো: খোরশেদ আলম সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান অফিস সহকারী ও মা মনোয়ারা চৌধুরী সাচার বাজারে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সে লি.কর্মরত রয়েছে। প্রমী এসএসসিতেও সফলতার সাথে জিপিএ-৫ পেয়ে ছিল।

তার এ সাফল্যের পেছনে মহান আল্লাহর তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি কলেজের শিক্ষক ও বাবা-মায়ের অবদানের কথা স্বীকার করেছে।

ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহণের পাশাপাশি সাবিকুন নাহার প্রমী একজন দেশ বরন্য ডাক্তার হয়ে দেশের সাধারন মানুষের সেবা করতে চায়।

তার লালিত স্বপ্ন পূরনে সে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছে।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু,কচুয়া

Share