Home / চাঁদপুর / চাঁদপুরে সাংস্কৃ‌তিক উৎস‌বের ২য় দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা
সাংস্কৃ‌তিক

চাঁদপুরে সাংস্কৃ‌তিক উৎস‌বের ২য় দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা

মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজনে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে ১০ দিনব‌্যাপী সাংস্কৃ‌তিক উৎস‌বের ২য় দিনের কর্মযজ্ঞ অনু্ষ্ঠিত হ‌য়ে‌ছে।

১৮ মার্চ বৃহস্পতিবার সন্ধ‌্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জেলার সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীরা। সংগঠনের অধ্যক্ষ মনোজ আচার্যীর নেতৃত্বে অসংখ্য জনপ্রিয় দেশাত্মবোধক গান পরিবশন করেন কণ্ঠশিল্পী মধুরিমা অাচার্যী, অর্পিতা ভৌমিক, তিথি সরকার, উপমা সাহা, মোনা সাহা, শ্রাবণ দাস, তবলায় ছিলেন পরিমল দাস নূপুর।

এরপর গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ডাকে আমরা মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলাম। সেদিন আমরা জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধের ময়দানে অস্ত্র ধরেছি দেশমাতৃকার জন্যে। বঙ্গবন্ধু আমৃত্যু স্বপ্ন দেখেছেন এদেশের মানুষের মুক্তি। তিনি স্বপ্ন দেখেছেন একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার পরাজিত শক্তি ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে।

তিনি আরো বলেন, আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় স্বাধীরতার স্বপক্ষের সকলকে এগিয়ে আসতে হবে।

সাবেক ডেপুটি কামান্ডার ইয়াকুব মাস্টারের সভাপতিত্বে ও বিজয় মেলার মহাসচিব হারুন আল রশি‌দের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সাবেক চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা মহসিন পাঠান, চাঁদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার। এসময় উপস্থিত ছিলেন, বিজয় মেলার চেয়ারম্যান অ্যাড. বদিউজ্জামান কিরণ।

এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে রঙের ঢোল ও রঙধনু নৃত্য সংগঠন।

প্রতিবেদক:আশিক বিন রহিম,১৮ মার্চ ২০২১