চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক মাসের ৮ম দিনের কার্যক্রম পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, সাংস্কৃতিক মাসটি জেলা প্রশাসনের একার নয়। এটি সার্বজনীন উৎসব। চাঁদপুরবাসীর সকলের সহযোগিতা নিয়ে সাংস্কৃকিত মাসের কর্মকান্ড চলছে। যারা সাংস্কৃকিত মাসের জন্য শ্রম দিয়ে যাচ্ছেন তাদের সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সাংস্কৃকিত মাসে পুলিশ সুপার ও পৌর মেয়রের অশেষ ভূমিকা রয়েছে। যারা এখানে প্রতিদিনের কর্মকান্ডে অংশগ্রহন করছে তাদের উন্নতি কামনা করছি।
চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশীদের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ও পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) প্রশিক্ষক শিপ্রা মজুমদার ও রাখী মুজমদারের পরিচালনায় সংগঠনের শিল্পীরা মনোজ্ঞ সংগীত ও নৃত্য পরিবেশন করে।
About The Author
শরীফুল ইসলাম
: আপডেট ১০:০২ পিএম, ২৮ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ